AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্যান্ত সাপকে চিবিয়ে মেরে ফেলল শিশু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১০ পিএম, ২৫ আগস্ট, ২০২৪
জ্যান্ত সাপকে চিবিয়ে মেরে ফেলল শিশু

সাপ দেখলে ভয় পায় না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শিশুরা। তাদের কাছে ভয় বলতে কিছু নেই। ছোট্ট শিশুরা হাতের কাছে যা পায় খেলনা ভেবে তা নিয়েই খেলা শুরু করে দেয়। খেলনা ভেবে সাপকে চিবিয়ে মেরে ফেলেছে ভারতের বিহারের গয়া জেলার ছোট্ট এক শিশু। তড়িঘড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তাররাও হতবাক।

জানা গেছে, ওই শিশুর বয়স মাত্র এক বছর। অজান্তেই এদিন একটি সাপের সঙ্গে খেলতে শুরু করেছিল। এমনটা ভাবলে হয়তো একজন সাধারণ মানুষের গায়ের লোম খাড়া হয়ে যাবে। খেলা তো দূরের কথা, সাপের ধারে কাছে যেতে গিয়েও হার্টফেল হওয়ার জোগাড় হতে পারে। সেখানে দাঁড়িয়ে বাচ্চাটি নাকি সাপটিকে সরাসরি মুখে পুরে চিবিয়ে দিয়েছিল। স্বাভাবিকভাবেই ঘটবাতি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ১৭ আগস্ট। গয়া জেলার ফতেহপুর থানা এলাকার জামুহার গ্রামে বসবাসকারী রাকেশ কুমারের এক বছরের ছেলে রিয়াংশ খেলতে গিয়ে একটি সাপকে চিবিয়ে মেরে ফেলে।

বলা হচ্ছে, এক বছরের ছোট্ট রিয়াংস এদিন তার বাড়ির ছাদে খেলছিল। তখন সাপটি তার কাছে আসে। সে সাপটিকে খেলনা ভেবে হাতে ধরে নেয়। এরপর খেলতে শুরু করে। বাচ্চারা এমনিতেই কোনো জিনিস হাতে পেলে মুখে দেয়, রিয়াংসও তাই করেছিল। খেলার সময় সে সাপটিকে চিবিয়েছিল। এতে ঘটনাস্থলেই সাপটি মারা যায়।

পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে, ভয় পেয়ে যায়। দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তড়িঘড়ি শিশুটির চেকআপ করতে থাকেন। এরপরেই অবাক হয়ে যান তারাও।

চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তবে চিকিৎসকের এমন কথায় অবাক পরিবারের সদস্যরাও। এ কথা তারা একেবারেই বিশ্বাস করতে পারেননি।

ভাইরাল ভিডিওতে বাচ্চাটিকে দেখা গিয়েছে। মায়ের কোলে বসেছিল সে। উপস্থিত সকলে তার মুখ খোলানোর চেষ্টা করছিলেন। যদিও সফল হননি।

এরপর ডাক্তার মৃত সাপটিকে দেখে জানিয়েছে, সাপটি বিষাক্ত নয়। ডাক্তাররা আরও বলেছেন, বর্ষার দিনে এই সাপ প্রায়ই দেখা যায়। কিছু সাপ বিষাক্ত, তবে যেটি নিয়ে শিশুটি খেলছিল তা বিষাক্ত ছিল না। এ কারণে শিশুর কোনো ক্ষতি হয়নি।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!