AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনের বিমানবাহিনী প্রধান বরখাস্ত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৬ পিএম, ৩১ আগস্ট, ২০২৪
ইউক্রেনের বিমানবাহিনী প্রধান বরখাস্ত

ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বোমা হামলার ঘটনায় পশ্চিমা অংশীদারদের কাছ থেকে পাওয়া একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার চারদিন পর এমন পদক্ষেপ নেয়া হলো। ওই দুর্ঘটনায় যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনীয় সরকারের একটি ওয়েবসাইটে মিকোলা ওলেশচুককে বরখাস্ত করার বিষয়টি প্রকাশ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, তিনি বিমানবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওলেশচুককে দায়িত্ব হতে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেছেন, জনগণকে রক্ষা করতে নেতৃস্থানীয় পর্যায়ে নিজেদের শক্তিশালী করা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের দেওয়া এফ-১৬ বিমানটি সোমবার বিধ্বস্ত হয়। এই ঘটনায় একজন বৈমানিক নিহত হন। রুশ ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানটি বিধ্বস্ত হলেও এর প্রত্যক্ষ কারণ শত্রুর আক্রমণ নয় বলে ইউক্রেনের দাবি। এদিকে, ঘটনার দায় নিয়ে লেফটেন্যান্ট জেনারেল ওলেশচুক অন্য রাজনীতিবিদদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন।

অবশ্য ওলেশচুককে বরখাস্ত করার নির্দিষ্ট কোনও কারণ জেলেনস্কি উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, দেশের সব যোদ্ধার প্রতি খেয়াল রাখা আমার কর্তব্য।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সর্বাত্মক অভিযান শুরু করে রাশিয়া। দেশটির প্রায় ১৮ শতাংশ বর্তমানে মস্কোর নিয়ন্ত্রণে আছে। তবে চলতি বছরের আগস্ট মাসে রুশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে আকস্মিক হামলা শুরু করে ইউক্রেন। এরপর থেকে ইউক্রেনে রুশ হামলার ব্যাপকতা ও তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

বিমানবাহিনীর অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রিভোনোযখোকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দেশের মধ্যাঞ্চলের নিরাপত্তায় নিযুক্ত ‘সেন্ট্রাল এয়ার কমান্ড’ এর দায়িত্বে ছিলেন। এফ-১৬ বিমানটি ধ্বংস হওয়া নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করলেন।

দেশটির রাজনীতিবিদ ও পার্লামেন্টারি ডিফেন্স কমিটির সদস্য মারিয়ানা বেজুহলা বৃহস্পতিবার দাবি করেছেন, ইউক্রেনের আকাশ নিরাপত্তা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ এর কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ওলেশচুক শুক্রবার বলেছেন, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। সামরিক নেতৃত্বকে অবমাননার জন্য বেজুহলাকে অভিযুক্ত করেন তিনি।

রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি একাধিক সামরিক নেতাকে পদচ্যুত করেছেন। চলতি বছর ফেব্রুয়ারিতে তিনি সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি ঝালুঝনিকে বরখাস্ত করেন। আবার, অত্যধিক ক্ষয়ক্ষতি ও অযোগ্যতার দায়ে জুন মাসে লেফটেন্যান্ট জেনারেল ইউরি সোডলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন জেলেনস্কি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!