ভারতের হিমাচলের বিভিন্ন এলাকায় গত দুই মাসে বৃষ্টি, পাহাড়ি ঢল এবং বন্যায় কমপক্ষে ১৫০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে রাজ্যের মোট আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ১ হাজার ২৬৫ কোটি রুপির সমপরিমাণ।
হিমাচল রাজ্য প্রশাসনের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী আরো এক সপ্তাহ রাজধানী শিমলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও ঝড়বৃষ্টি হতে পারে।
রাজ্য প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, গত ২৭ জুন থেকে এ পর্যন্ত হিমাচলের রাজধানী শিমলা, মান্ডি, কাঙরা, কুল্লু, উনা, সিরমাউর, চাম্বা, লাহাউল এবং স্পিতি জেলার অন্তত ৪০টি সড়ক বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি জলবিদ্যুৎ ও ১৯টি পানি সরবরাহ কেন্দ্র।
আবহাওয়াবিদরা বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় এ বছর দেরিতে বর্ষা এসেছে হিমাচলে, বিদায়ও নিচ্ছে দেরিতে। বিগত বছরগুলোতে আগস্টের মাঝামাঝি সময়েই বর্ষাকাল বিদায় নেয়।
সূত্র : এনডিটিভি
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :