AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিমান জব্দ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৩১ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৪
ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিমান জব্দ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ব্যক্তিগত বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রফতানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে বিমানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী,  ফ্যালকন ৯০০-ইএক্স মডেলের বিমানটি ডমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয়। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে। তবে কীভাবে এবং কখন বিমানটি ডোমিনিকান রিপাবলিকে গিয়েছিল সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, বিমানটি ১ কোটি ৩০ লাখ ডলার দিয়ে অবৈধভাবে কিনে তাদের দেশ থেকে পাচার করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষদিকে ও ২০২৩ সালের শুরুর দিকে ফ্লোরিডাভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে বিমানটি কিনেছিলেন বলে একটি তদন্তে উঠে এসেছে। নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিলেন তারা। এরপর বিমানটিকে অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলায় রফতানি করা হয়েছিল।

এ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের একজন সিএনএনকে বলেন, বিদেশী রাষ্ট্রপ্রধানের বিমান জব্দ করে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ মার্কিন নিষেধাজ্ঞার ঊর্ধ্বে নয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়ালায় অপশাসনের বিষয়টি নিকোলাস মাদুরো যেনো উপলব্ধি করতে পারেন সেটি নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদার বলেছেন, যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ করা বিমানটি ভেনেজুয়েলা সরকারের নামে নিবন্ধিত নয়, বরং "একজন ব্যক্তির নামে" নিবন্ধিত ছিল।

তবে ডোমিনিকান রিপাবলিক কর্তৃপক্ষ বিমানটি জব্দ করতে যুক্তরাষ্ট্র সরকারকে খুব বেশি সহায়তা করেছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানটি, ২০২৩ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলায় অবৈধভাবে রপ্তানি করা হয়েছিল। এটি মাদুরোর আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যবহার করা হয়েছিল। রেকর্ডে দেখা যায় বিমানটির সর্বশেষ নিবন্ধিত ফ্লাইটটি ছিল গত মার্চ মাসে, কারাকাস থেকে ডোমিনিকান রাজধানী সান্টো ডোমিঙ্গোতে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!