AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাতের আলো নিভিয়ে প্রতিবাদে নামলো ভারতের পশ্চিমবঙ্গবাসী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৪৫ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২৪
রাতের আলো নিভিয়ে প্রতিবাদে নামলো ভারতের পশ্চিমবঙ্গবাসী

কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার বিচার দাবিতে রাতের আলো নিভিয়ে প্রতিবাদে নামলো ভারতের পশ্চিমবঙ্গবাসী। তবে এই অন্ধকার ভয়ের নয়, সাহস যোগানোর। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানি স্থগিত হয়ে গেলেও, রাত দখলে নামলেন নারী-পুরুষ সবাই। রাত ৯ টা বাজতেই একে একে নিভে যায় আলো। ভিক্টোরিয়া থেকে শুরু করে শহরের সব বহুতল অন্ধকারে ডুবে যায়।

আর জি করের আন্দোলনকারী চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে সমাজের সব স্তরের মানুষ নেমেছে রাস্তায়। সাধারণ মানুষ, চিকিৎসক থেকে শুরু করে শিল্পী, রাজনীতিকসহ অনেকেই প্রতিবাদে শামিল। এদিন মোমবাতি হাতে ‘জাস্টিস অফ আর জি কর’ স্লোগান তুলে পথে নামেন পণ্ডিত অজয় চক্রবর্তী।

যাদবপুর, শ্যামবাজার, সাউথ সিটি থেকে কলেজ স্কোয়ার- সর্বত্র এক ছবি। প্রতিবাদের এই অনন্য ভাষা সত্যি নজিরবিহীন। মানুষ বলছেন, বিচার যত পিছাবে, মিছিল তত এগোবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি ইতোমধ্যেই বাতিল হয়েছে। বসবে না প্রধান বিচারপতির বেঞ্চ।

সন্ধ্যায় সেই খবর সামনে আসার পর হতাশা নেমে আসে পুরো বাংলা জুড়ে। শুনানি পিছোনোয় হতাশাগ্রস্ত নিহত চিকিৎসকের পরিবারও। এদিন আর জি করে পৌঁছে কলকাতা পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগ জানাল তার পরিবার। তার বাবার অভিযোগ, গত ৯ আগস্ট তাদের উপরে এতটাই চাপ তৈরি করা হয়েছিল যে তারা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হয়েছিলেন।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!