AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রহস্যময় আলাস্কা ট্রায়াঙ্গেল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:২৬ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৪
রহস্যময় আলাস্কা ট্রায়াঙ্গেল

আলাস্কার এক বিস্তীর্ণ অঞ্চল, যা ‘আলাস্কা ট্রায়াঙ্গেল’ নামে পরিচিত। অদৃশ্য হয়ে যাওয়া মানুষের সংখ্যা এবং রহস্যময় ঘটনাবলীর জন্য এটা বিশ্বব্যাপী আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অ্যানকোরেজ এবং জুনিওর মাঝামাঝি এই স্থানে ২০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে, যাদের আর খুঁজে পাওয়া যায়নি। বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই, আলাস্কা ট্রায়াঙ্গেল নিয়ে বহু তত্ত্ব প্রচলিত রয়েছে।

More than 20,000 people have vanished in the little-known Alaska TriangleAll About Alaska Triangle Where Over 20,000 People Have Mysteriously  Disappeared gnr : 2024-09-05 | Aajkaal Bengali News, Bangla News, Breaking  News in Bengali

 

১৯৭২ সালে, অ্যানকোরেজ থেকে জুনিওরের পথে এক ছোট বিমান অদৃশ্য হয়ে যায়। ওই বিমানে ছিলেন দুইজন মার্কিন রাজনীতিবিদসহ চারজন আরোহী। যার মধ্যে অন্যতম ছিলেন আইনপ্রণেতা থমাস হেল বোগ। বিমানটি খুঁজতে ব্যাপক অভিযান চালানো হলেও, কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই আলাস্কা ট্রায়াঙ্গেলের প্রতি মানুষের কৌতূহল ও আতঙ্ক বাড়তে থাকে।

বিমানটি খুঁজে পেতে ওই সময় ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে বিমান এবং এটির আরোহীদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি।আরোহীদের মধ্যে অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্রের আইনসভার প্রধান নেতা থমাস হেল বোগ। তিনি আবার ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা তদন্ত কমিটির সদস্য। হেল বোগ ও তার বিমান হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব বের হয়।

আলাস্কা ট্রায়াঙ্গেল: যেখানে চিরতরে হারিয়ে গেছে ২০ হাজার মানুষ | Online  VersionInside The ‍‍`Alaska Triangle‍‍`: Over 20,000 People Mysteriously Vanished -  TheDailyGuardian

মানুষ কেন সেখানে গিয়ে হারিয়ে যান সেটির বেশ কয়েকটি কারণ ব্যাখ্যা করা হয়। অনেকে বলেন আলাঙ্কা ট্রায়াঙ্গেলে অদৃশ্য চুম্বকীয় শক্তি রয়েছে। অনেকে বলে থাকেন সেখানে এলিয়েন আছে।

তবে গবেষকদের মতে ওই অঞ্চলটি বেশ বিস্তৃর্ণ এবং বড়। সেখানে অনেক জনহীন এবং প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এ কারণে আলাস্কা ট্রায়াঙ্গেলে মানুষ হারিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না।

সূত্র: ডেইলি মেইল, উইয়ন নিউজ

একুশে সংবাদ/ এস কে

Link copied!