রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেনের প্রতিরক্ষা কন্টাক্ট গ্রুপের এক বৈঠকে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করতে মস্কোর ওপর চাপ বাড়াতে রুশ ভূখণ্ডে আমাদের এই দূরপাল্লার সক্ষমতা থাকা দরকার। সংবাদমাধ্যম আল জাজিরা এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেনাদের উদ্দেশে জেলেনস্কি আরো জানান, আমাদের এমনভাবে হামলা চালাতে হবে, যাতে রুশ শহরগুলো-এমনকি রুশ সেনারা ভাবতে বাধ্য হয় যে, তাদের কী প্রয়োজন-শান্তি নাকি পুতিন।
এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অতিরিক্ত দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিরক্ষা কন্টাক্ট গ্রুপের ওই বৈঠকে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা যা অনানুষ্ঠানিকভাবে রামস্টেইন গ্রুপ নামেও পরিচিত।
এই দলটি নিয়মিতভাবে প্রায় ৫০ টি দেশের প্রতিনিধিদের একত্রিত করেছে যারা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে আসছে।
ইউক্রেনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা পূরণের জন্য এই সহায়তা প্যাকেজ আরও সক্ষমতা বৃদ্ধি করবে। এবং তাদের যুদ্ধে গতি দেবে বলেও জানান অস্টিন।
এই বৈঠকে জেলেনস্কির এবারই প্রথম উপস্থিতি। ইউক্রেনীয় শহর পোলতাভাতে মারাত্মক রুশ হামলায় ৫৫ ইউক্রেনীয় নিহত ও তিন শতাধিক আহত হওয়ার পর দলটি গঠন করা হয়েছিল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :