ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগি’র তান্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে নয় হয়েছে।দক্ষিণ চীন এবং ফিলিপাইনের পর ইয়াগি শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে। এ সময়ে বাতাসে এর গতিবেগ ছিল ঘন্টায় ১৪৯ কিলোমিটার।
ভিয়েতনামে টাইফুনের তান্ডবে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, গাছাপালা উপড়ে গেছে এবং ভূমিধস দেখা দিয়েছে।রোববার সকালে ভিয়েতনামের উত্তরাঞ্চলের পার্বত্য হোয়া বিন প্রদেশে ভূমিধসে একই পরিবারের চারজন নিহত হয়েছে। ইয়াগি’র কারণে ভারি বৃষ্টিতে ভূমিধস হয়। পাহাড় ধসে একটি বাড়ির ওপর পড়লে এই চারজন নিহত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, শনিবার বাতাসের কারণে ছাদ উড়ে গিয়ে চারজন নিহত হয়েছে। এছাড়া হাই ডুওং প্রদেশে শুক্রবার ঝড়ো বাতাসের কারণে গাছ উপড়ে এক ব্যক্তি নিহত হয়।
বন্দর নগরী হাই ফোংয়ের বেশ কয়েকটি এলাকা রোববার বন্যার পানিতে তলিয়ে গেছে। সেসব এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। টাইফুনের কারণে বিদ্যুৎ লাইন নষ্ট ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে।
এদিকে দক্ষিণ চীন এবং ফিলিপাইনে ইয়াগি’র আঘাতে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে এবং বেশকিছু লোক আহত হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :