AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধর্মঘটে অচল কেনিয়ার বিমানবন্দর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:১৮ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২৪
ধর্মঘটে অচল কেনিয়ার বিমানবন্দর

কেনিয়ার প্রধান বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারিদের আহুত ধর্মঘটে সেখানে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় একটি কোম্পানি বিমানবন্দরটি পরিচালনার দায়িত্ব গ্রহণের পরিকল্পনা করায় তারা এ ধর্মঘটের ডাক দেয়। খবর এএফপি’র।

একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের (জেকেআইএ) কর্মকর্তা- কর্মচারিা বুধবার ভোর থেকে সেখানে ধর্মঘট পালন শুরু করায় বিমানবন্দরটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রস্তুত করছে। 

কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, তাদের ধর্মঘট মধ্যরাতে শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ধর্মঘট কার্যকর হওয়ার সাথে সাথে যাত্রীরা বিমানবন্দরটিতে তাদের লাগেজ নেওয়ার চেষ্টা করছে।

খবরে বলা হয় ১৮৫ কোটি ডলার বিনিয়োগের বিনিময়ে ভারতের আদানি গ্রুপকে ৩০ বছরের জন্য বিমানবন্দরটি লিজ দেওয়ার পরিকল্পনায় বিমানবন্দরের বর্তমান স্টাফদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম নেয়।সমালোচকরা বলছেন, এই পরিকল্পনা স্থানীয় কর্মীদের চাকরি হারাতে পারে।


একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Link copied!