ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ছয় তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের বহনকারী গাড়িকে একটি ‘অজ্ঞাত’ গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হিন্দোলির কাছে জয়পুর জাতীয় মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই উত্তর প্রদেশের দেওয়াসের বাসিন্দা। তারা সিকার জেলার খাতু শ্যাম মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন।
বুন্দির অতিরিক্ত পুলিশ সুপার উমা শর্মা বলেন, একটি অজ্ঞাত গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিলে ছয়জন নিহত হন। আমরা অজ্ঞাত সেই গাড়ির সন্ধান করছি। এর জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
দুর্ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :