সোমবার (১৬ সেপ্টেম্বর) উত্তর আমেরিকার দেশ কানাডায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি বা সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলীয় শহর পোর্ট ম্যাকনিলে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রতলের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। এছাড়া মার্কিন জাতীয় সুনামি কেন্দ্র ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করেনি।
একুশে সংবাদ/আ.ট./সাএ
আপনার মতামত লিখুন :