লেবাননে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে তিনজন নিহতসহ ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে হিজবুল্লাহর সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লেবানন জুড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের শুনানি / উইকিপিডিয়াকে ভারতের সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, প্রশাসনিক রদবদল পশ্চিমবঙ্গে
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পেজার বিস্ফোরণে লেবাননে থাকা ইরানের রাষ্ট্রদূত মোজতুবা আমানি আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয় বলে লেবাননের রাষ্ট্রীয় টেভিলিশনের খবরে বলা হয়েছে।
বৈরুতে থাকা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের রিপোর্টার বলেন, পুরো লেবানন জুড়ে যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটে। বাদ যায়নি ইসরায়েলের সীমান্ত এলাকা বেক্কা।
নাম না প্রকাশের শর্তে হিজবুল্লাহর একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এক বছরের মতো সময় ধরে চলা যু্দ্ধে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হয়ে ওঠে এই পেজার।
আল জাজিরার সংবাদিক জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলা হামলার মাঝে পেজার ব্যাপক ভূমিকার রাখে। ধারণা করা হচ্ছে ইসরায়েল এ যন্ত্রগুলোকে হ্যাক করেছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :