লেবাননে আবারও ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বুধবার (১৮ সেপ্টেম্বর)। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এই বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হিজবুল্লাহ`র ব্যবহৃত হাজার হাজার পেজার সারা দেশে বিস্ফোরণের একদিন পরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিন লেবাননজুড়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, পেজার এবং "ডিভাইস" বৈরুতের পূর্ব ও দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বিস্ফোরিত হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীর আল মানার টিভি জানিয়েছে, লেবাননের একাধিক এলাকায় ওয়াকি-টকি বিস্ফোরণের ফলে হতাহতের এই ঘটনা ঘটেছে।
আল জাজিরার একজন প্রতিনিধি দক্ষিণ লেবাননে জানিয়েছেন, তিনি অন্তত দুটি বিস্ফোরণ সরাসরি দেখেছেন। তার কথায়, “আমাদের ঠিক পেছনে থাকা একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। একই সময়ে, কাছাকাছি জায়গায় আরেকটি বিস্ফোরণ হয়েছে। বর্তমানে আমি রাস্তার মাঝখানে আছি। এখানে অনেক অ্যাম্বুলেন্স দেখতে পারছি।"
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :