চব্বিশ ঘণ্টার মধ্যে চিতাবাঘের আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের উদয়পুরের জেলায়। স্থানীয় গণমাধ্যম বলছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) কমলা নামের ১৬ বছর বয়সী এক কিশোরী উন্ডিথাল গ্রাম থেকে ছাগল নিয়ে জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি। গ্রামের বাসিন্দা পরেরদিন কমলার মরদেহ উদ্ধার করেন। তাকে জঙ্গলের মধ্যে অন্তত চার কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
দ্বিতীয় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। এদিন খেমারাম নামের এক ব্যক্তি ছেলেকে নিয়ে গ্রামে ফেরার সময় চিতাবাঘের আক্রমণের শিকার হন। ছেলেটি দৌড়ে বেঁচে গেলেও খেমারামের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
গ্রামের মানুষ ঘটনাস্থলে পৌঁছে দেখে, চিতাবাঘটিকে খেমারামের মরদেহের পাশে বসে আছে। গ্রামবাসীর অভিযোগ, ওই চিতাবাঘই কমলা এবং খেমারামের ওপর আক্রমণ করেছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর উদয়পুরের ঝাডোলের কাছে এক নারীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে।
এদিকে বন বিভাগ চিতাবাঘটি ধরতে গ্রামে একটি খাঁচা বসিয়েছে। পাশাপাশি জঙ্গলেও ট্র্যাকার বসানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চল সংকুচিত হওয়ায় এবং চিতাবাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন ঘটনা বাড়ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :