AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গভীর সমুদ্রে ট্রলার উল্টে নিখোঁজ ৯ ভারতীয় জেলে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৪
গভীর সমুদ্রে ট্রলার উল্টে নিখোঁজ ৯ ভারতীয় জেলে

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার উল্টে ৯ ভারতীয় জেলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।  পশ্চিমবঙ্গের মৎস বিভাগের পরিচালক সুরজিত বাগ জানিয়েছেন, গত বুধবার ১৭ জেলে সুন্দরবন থেকে ট্রলারে করে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। বার্তাসংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা আজ রোববার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে তাদের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। ওই সময় ট্রলারটির ডেকে আটজন ছিলেন। বাকি ৯ জন পেছনের কেবিনে ঘুমাচ্ছিলেন। ঝড়ের কারণে সৃষ্ট বিশাল ঢেউয়ে এক সময় ট্রলারটি উল্টে যায়।

যে আটজন ডেকে ছিলেন তাদের পাশের আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করেন। কিন্তু যারা কেবিনে ঘুমিয়ে ছিলেন তাদের আর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ এই ৯ জেলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ট্রলারটিকে উপকূলে নিয়ে এসেছে। যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সুরজিত বাগ।

সুন্দরবন জাতিসংঘের একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। যা কর্দমাক্ত বনের জন্য বিখ্যাত। এই সুন্দরবনে থাকেন হাজার হাজার জেলে। যারা পুরো বছরজুড়েই মাছ শিকার করে থাকেন। বর্ষার সময় তাদের কর্মব্যস্ততা বৃদ্ধি পায়।

 

একুশে সংবাদ/ঢা.প./সাএ

Link copied!