জনপ্রিয় ইউটিউবার জেমি ডোনাল্ডসনের রয়েছে ৫০০ কোটি ভক্ত। ভক্তদের কাছে ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত এই ইউটিউবার হাজার হাজার কোটি টাকার মালিক এবং রয়েছে বৈশ্বিক ব্যবসায়ের আধিপত্যও। তবে এবার ৫৪ পৃষ্ঠার একটি মামলা তার গতি পথকে ওলোট পালোট করে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে থাকা মিস্টার বিস্টের প্রযোজনা কোম্পানি মিস্টারবি২০২৪ এবং অ্যামাজনের আসন্ন প্রাইম ভিডিও শো কিমবচ গেমসের বিরুদ্ধে পাঁচজন নারী মামলা করেছেন।
এই রিয়েলিটি শো ছিল তার কোম্পানির সবচেয়ে বড় একটি প্রতিযোগিতা। যেখানে ১ হাজার প্রতিযোগি অংশ নিয়েছে। এই অনুষ্ঠানে ৫০ লাখ ডলারের পুরষ্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু মামলার কারণে এটি সংকটের মুখে পড়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, ওই প্রতিযোগিতায় নারীদের অপমান করা হয়েছে এবং নারীদের নিয়ে অপতথ্য ছড়ানো হয়েছে। এছাড়া যে খাবার দেয়া হয়েছে তা ছিল অস্বাস্থ্যকর এবং শরীরের জন্য ক্ষতিকর।
প্রতিযোগিতারা আরো জানিয়েছেন, তারা সময় মতো ওষুধ পায়নি। মিস্টার বিস্ট এবং অ্যামাজনের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের ব্যাপারে মন্তব্য জানতে যোগাযোগ করলে তাতে সাড়া দেয়নি তারা।
সূত্র: বিবিসি
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :