AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫২ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

বুধবার (২৫ সেপ্টেম্বর)পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ এসময় (উভয় দেশের) অভিন্ন বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে বলেও এসময় জোর দেন শেহবাজ।

এছাড়া দুই দেশের জনগণের মধ্যে অপরিসীম সৌহার্দ্য ও উষ্ণতাকে পুঁজি করে সংসদীয় আদান-প্রদান, জনগণের মধ্যে যোগাযোগ এবং ক্রীড়াবিদ, শিক্ষাবিদ, শিল্পী, ছাত্র প্রভৃতির মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে উৎসাহিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যোগ দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এসময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার, ফেডারেল শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ মন্ত্রী ড. খালিদ মকবুল সিদ্দিকী এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এছাড়া মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে গত মঙ্গলবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ ও তার প্রতিনিধি দলের সদস্যদের উষ্ণভাবে স্বাগত জানান।

দুই নেতা সেসময় বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানানো হয়।

 

একুশে সংবাদ/ঢা.প./সাএ

 

Link copied!