AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুক্রবার থেকে ভারতের বাজারে পাওয়া যাবে পদ্মার ইলিশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:২৫ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
শুক্রবার থেকে ভারতের বাজারে পাওয়া যাবে পদ্মার ইলিশ

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ থেকে ইলিশভর্তি ট্রাক রওনা দেবে পেট্রাপোল সীমান্তের দিকে। সন্ধ্যাতেই ইলিশ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে পদ্মার ইলিশের প্রথম চালান। আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে ভারতের বাজারে পাওয়া যাবে পদ্মার ইলিশ।

সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতা, হাওড়াসহ রাজ্যের চারটি বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের রুপালি শস্য। শুক্রবার থেকেই রাজ্যের খুচরা মাছ বাজারে মিলবে বাংলাদেশি ইলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এই অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর পর্যন্ত। মোট  ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে।

প্রাথমিকভাবে হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ির বাজারে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। আগামী শনিবারের মধ্যে রাজ্যের প্রায় সব মাছের পাইকারি বাজারে বিক্রি হবে ইলিশ।


বাংলাদেশের রপ্তানিকারক সংস্থার পক্ষ থেকে ইব্রাহিম হালসনা বলেন, ইলিশের প্রথম চালান বৃহস্পতিবার সকালে এখান থেকে ছেড়ে যাবে। বৃহস্পতিবার বিকেল অথবা সন্ধ্যায় পেট্রাপোল সীমান্তে পৌঁছবে।

আমদানিকারক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, গত বছর বাংলাদেশের রপ্তানিকারকদের কাছ থেকে যে দামে ইলিশ পেয়েছিলেন, এ বছর তার থেকে অনেকটাই বেশি দাম দিতে হচ্ছে। খুচরা বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদাও যথেষ্ট। তাই সাধারণ মধ্যবিত্তের কতটা নাগালের মধ্যে পদ্মার ইলিশ থাকবে, সেটাও প্রশ্ন।

 

একুশে সংবাদ/ঢা.প./সাএ

 

Link copied!