AB Bank
ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ইরানের সর্বোচ্চ নেতাকে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫৭ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ইরানের সর্বোচ্চ নেতাকে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। তেহরানের দুই আঞ্চলিক কর্মকর্তার বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংস্থাটি বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ বৈরুতে হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি করে  ইসরায়েল। এরপরই ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে ইসরায়েলের দাবি নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির নিরাপত্তা সূত্রগুলো প্রেস টিভিকে জানিয়েছে, নাসরাল্লাহ নিরাপদ অবস্থানে রয়েছেন এবং বৈরুতের দক্ষিণ শহরতলীতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় তার কোনো ক্ষতি হয়নি।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহ এবং অন্যান্য মিত্র গোষ্ঠীর সঙ্গে তারা যোগাযোগ রাখছে। নাসরাল্লাহর উপর হামলার জবাবে কী ব্যবস্থা নেয়া হবে সেটি এখন ঠিক করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলীর অন্তত ছয়টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়। ইসরায়েলি সামরিক রেডিও জানিয়েছে, এসব হামলা এফ-৩৫ যুদ্ধবিমান এবং পাঁচ হাজার পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!