ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি বনে অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছেন।শুক্রবার (৪ অক্টোবর) রাজ্যের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি বনে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাওবাদীদের জড়ো হওয়ার গোপন খবর জানতে পেয়ে বৃহস্পতিবার গোভেল নামের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এরপর তারা যৌথ অভিযান শুরু করেন। দুপুরের দিকে নেন্দুর-থুলথুলিতে প্রথম গোলাগুলি শুরু হয়। এরপর এসব মাওবাদী নিহত হন। আরও কিছু মাওবাদী জঙ্গলের ভেতর ঢুকে গেছেন। তাদের হত্যা করতে সতর্কতার সঙ্গে এখন অভিযান চালানো হচ্ছে।
একটি সূত্র জানিয়েছে, অভিযানে বেশ কয়েকটি অ্যাসাল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একে সিরিজের রাইফেলও আছে। মাওবাদীকে মারতে পারাটা নিরাপত্তা বাহিনীর জন্য বড় সাফল্য বলে মনে করা হয়।
সূত্র: এনডিটিভি
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :