অনেকটা আকস্মিকভাবে জরুরি বৈঠক ডেকেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমাবার (৭অক্টোবর) হামাস-ইসরাইল যুদ্ধের এক বছর পূর্তির দিনে এই বৈঠক ডাকলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেয়ার পরই হঠাৎ করেই তিনি একটি নিরাপত্তা বৈঠক ডাকেন। তেল আবিব থেকে এএফপি জানায়।
বৈঠকটি খুবই জরুরি বলে ধারণা করা হচ্ছে। কারণ, এই বৈঠকের কারণে কৌশলগত সম্পর্ক মন্ত্রীর নদার্মারের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েলের বৈঠকটি শেষ মুহূর্তে বাতিল করে দেয়া হয়। ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকের বদলে নেতানিয়াহুর বৈঠকে তাকে ভার্চুয়ালি যুক্ত হতে বলা হয়।
গত মঙ্গলবার দখলদার ইসরাইলকে লক্ষ্য করে ২শ’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর থেকেই ইরানে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইসরাইল। তবে কবে, কোন সময় হামলা চালানো হবে এবং হামলার তীব্রতা কেমন হবে সেটি এখনো স্পষ্ট করেনি নেতানিয়াহু প্রশাসন।
এছাড়া ইরানে সম্ভাব্য হামলার সঙ্গে নেতানিয়াহুর জরুরি বৈঠকের কোনো সম্পর্ক আছে কি-না এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি টাইমস অব ইসরাইল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :