AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৃত্যুর মাত্র দুদিন আগে দেওয়া সর্বশেষ পোস্টে যা বলেছিলেন রতন টাটা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৫৮ পিএম, ১০ অক্টোবর, ২০২৪
মৃত্যুর মাত্র দুদিন আগে দেওয়া সর্বশেষ পোস্টে যা বলেছিলেন রতন টাটা

ভারতের সবচেয়ে সম্মানিত ও মানবদরদি শিল্পপতিদের একজন রতন নাভাল টাটা বা রতন এন টাটা। বুধবার তিনি ৮৬ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গত কয়েক দিন ধরেই তারা চিকিৎসা চলছিল।মৃত্যুর মাত্র দুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেছিলেন রতন টাটা। মৃত্যুর আগে সেটিই ছিল তাঁর সর্বশেষ পোস্ট। মূলত নিজের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর অনুগামীদের জন্য ওই পোস্ট দিয়েছিলেন তিনি। সেই পোস্টে সবাইকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, মৃত্যুকালে রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এ জন্য নিয়মিত চেকআপেও থাকতে হতো তাকে। জানা গিয়েছিল, হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন রতন টাটা।

তবে বুধবার বিকেলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে, রতন টাটা শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষে বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে, গত ৭ অক্টোবর সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। তবে এর কিছুক্ষণ পরই তিনি এক্সে পোস্ট করে জানান, তিনি ঠিক আছেন। সেখানে তিনি বলেছিলেন, আমার কথা ভাবার জন্য আপনাদের ধন্যবাদ।

রতন টাটা তার এক্স পোস্টে বলেছিলেন, আমার স্বাস্থ্য সম্পর্কে প্রচারিত সাম্প্রতিক গুজব সম্পর্কে অবগত আমি এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে, এই দাবিগুলো ভিত্তিহীন। আমি বর্তমানে আমার বয়স সম্পর্কিত চিকিৎসার অবস্থার কারণে মেডিকেল চেক-আপের মধ্য দিয়ে যাচ্ছি। আমি ভালো আছি...।

সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ৮৬ বছর বয়সী ভারতীয় এই শিল্পপতি বলেছিলেন, আমি জনসাধারণ এবং গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!