লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় হিজবুল্লাহর অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হযেছে, কয়েকদিনের বিরতির পর বুধবার (১৬ অক্টোবর) বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে দাহিয়েহতে হামলা চালিয়েছে ইসরাইল।
সাম্প্রতিক সপ্তাহে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এই এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি।
এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলি বিমান বাহিনীর যুদ্ধ বিমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণের গুদামে বোমা হামলা চালিয়েছে। এই গুদামটি দাহিয়েহ এলাকার একটি ভবনের নিচে অবস্থিত।
সেনাবাহিনী আরও দাবি করে, তারা বেসামরিক ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েই এই হামলা চালায়। এই ব্যবস্থার মধ্যে ছিল এলাকাবাসীদের নিরাপদে চলে যাওয়ার নির্দেশনা দেয়া।
সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ইসরাইল জানায় তারা `ভূগর্ভস্থ গুদামে সংরক্ষিত অস্ত্র ধ্বংস করার জন্য` এই হামলা চালায়।
গত মাসে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরাইল। তাদের হামলায় গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। বিমান হামলার পাশাপাশি লেবাননে স্থল অভিযান পরিচালনা করছে ইসরাইলি বাহিনী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :