AB Bank
ঢাকা সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনের ১১০টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৩৭ পিএম, ২০ অক্টোবর, ২০২৪
ইউক্রেনের ১১০টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

রাশিয়া রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের উপরে আকাশে রাতের বেলা ১১০টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রোববার সকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বিমান প্রতিরক্ষা কুরস্ক অঞ্চলে ৪৩টি ড্রোন আটকে দিয়েছে। ইউক্রেনীয় সেনারা মস্কোর বাহিনীর নজর ভিন্ন দিকে সরানোর জন্য আগস্ট থেকে স্থল অভিযান চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, লিপেটস্ক অঞ্চলে আরও ২৭টি ড্রোন, ওরিওলে ১৮টি মস্কোর উপর একটি এবং নিঝনি নভগোরদ, বেলগোরদ ও ব্রায়ানস্ক অঞ্চলে মোট ২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়া প্রায় প্রতিদিনই তার ভূখন্ডে কমবেশি সংখ্যক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে থাকে। কিয়েভ বলেছে, তারা প্রায়শই তার ভূখন্ডে রাশিয়ার বোমা হামলার প্রতিক্রিয়া স্বরূপ জ্বালানী ও বিদ্যুৎ সাইটগুলো লক্ষ্য করে তারা এসব হামলা চালাচ্ছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!