কিউবায় ঘূর্ণিঝড় অস্কারের আঘাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। ঝড়ের আঘাতে বড় ধরনের বিদ্যুত বিপর্যয়ের পর রাজধানীর বেশিরভাগ এলাকায় বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে। সোমবার কর্র্তৃপক্ষ এ কথা জানিয়েছে।ঝড়ের আঘাতে শুক্রবার দেশটির বৃহত্তম বিদ্যুত কেন্দ্রে বিপর্যয় ঘটলে কমিউনিস্ট শাসিত দেশের ১০ মিলিয়ন লোক অন্ধকারে ছিল।হাভানা থেকে এএফপি জানায়।রাষ্ট্রীয় নিউজ পোর্টাল ‘কিউবাডিবেট’ এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার বিকেল নাগাদ রাজধানী হাভানার প্রায় ২০ লক্ষ লোকের ৯০ শতাংশ বিদ্যুত পেয়েছেন।
হাভানার বাসিন্দা গৃহবধু ওলগা গোমেজ (৫৯) বিদ্যুত ফিরে পাওয়ার অনুভুতি ব্যক্ত করে বলেছেন, ‘অবশ্যই আমি খুশি’।তিনি এএফপি’কে বলেছেন, ‘বিদ্যুত না থাকলে জীবন-যাপন করা কঠিন হয়ে পড়ে।’কর্তৃপক্ষ বলেছেন, রাজধানীর বাইরের অনেক লোক এখনো অন্ধকারেই আছেন।
রোববার হারিকেন ‘অস্কার’ ক্যাটাগরি-১-এ পরিণত হয়ে যখন দেশের পূর্বাঞ্চলে আঘাত হেনেছিল, তখন বেশকিছু লোকের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী ৬ জন প্রাণ হানির খবর পাওয়া গেছে। এটা অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেছেন, ঝড়ের আঘাতে পূর্বাঞ্চলীয় গুয়ানতানামো প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :