চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার কাজানে ব্রিকস সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকরার সময় `বিশৃঙ্খল` বিশ্বে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে স্বাগত জানিয়েছেন৷
কাজান থেকে এএফপি জানায়, শি তাদের দুই দেশের মধ্যে `গভীর বন্ধুত্বের` প্রশংসা করে পুতিনকে বলেছেন, `বিশ্ব এক শতাব্দীতে গভীর অদৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশৃঙ্খল, তবে ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত।`
শি বলেন, চীন এবং রাশিয়া, `বিস্তৃত কৌশলগত সমন্বয় এবং ব্যবহারিক সহযোগিতা ক্রমাগত গভীর ও প্রসারিত করেছে।`
চীনের নেতা বলেন, সম্পর্ক "দুই দেশের উন্নয়ন, পুনরুজ্জীবন এবং আধুনিকায়নে শক্তিশালী প্রেরণা যোগ করেছে।`
শি আরো বলেন, তারা `আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।`
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করার পর থেকে মস্কো ও বেইজিং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। এটি পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ উভয় দেশ বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করতে চায়।
মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার কিছুক্ষণ আগে চীন ও রাশিয়া একটি `সীমাহীন` অংশীদারিত্ব ঘোষণা করেছিল। বেইজিং কখনও মস্কার ইউক্রেন হামলার নিন্দা করেনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :