AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কানাডায় হিন্দু মন্দিরে হামলা, নিন্দা জানালেন জাস্টিন ট্রুডো


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২৬ পিএম, ৪ নভেম্বর, ২০২৪
কানাডায় হিন্দু মন্দিরে হামলা, নিন্দা জানালেন জাস্টিন ট্রুডো

কানাডার টরন্টোতে একটি হিন্দু মন্দিরে হামলা হয়েছে। গতকাল রোববার টরন্টোর হিন্দু সেবা মন্দিরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিখ নেতা আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এ ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘এমন নৃশংস হামলা অপ্রত্যাশিত। কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রতিটি নাগরিকের নিরাপদে ও স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে।’

উদ্ভূত পরিস্থিতিতে টরন্টোর হিন্দু সেবা মন্দিরে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র বলেন, কানাডার রাজনীতিতে এবং আইনপ্রয়োগকারী সংস্থায় চরমপন্থার প্রবেশ ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উত্তেজিত কিছু মানুষ মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে থাকা শিখদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পিল অঞ্চলের পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফলে এ ঘটনার জন্য কোনো পক্ষকেই সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা যাচ্ছে না।

এ হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ব্রাম্পট্রন প্যাট্রিক ব্রাউনের মেয়র। তিনি লিখেছেন, ‘ধর্মীয় বিধান পালন কানাডায় একটি মৌলিক অধিকার। প্রত্যেকেরই নিজ নিজ উপাশনালয়ে নিরাপদবোধ করা উচিত।’ তিনি এ ঘটনায় সর্বোচ্চ আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

কানাডার নাগরিক খালিস্তানপন্তী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকে কেন্দ্র করে ভারত ও কানাডার সম্পর্ক গত কয়েক মাস ধরেই তলানীতে। এরই মধ্যে হিন্দুদের মন্দিরে হামলার ঘটনা ঘটল। এ নিয়ে দুই দেশের উত্তেজনা আবারও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!