আজ মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। যদিও অনেকেই আগাম ভোট দিয়েছেন। এরপরও অন্য ভোটাররা আজ দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট প্রার্থীরা কে কোথায় ভোট দিচ্ছেন বা দেবেন।
ইউএসএ টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নিজের রাজ্য ফ্লোরিডার পাম বিচে ভোট দেবেন। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন রিপাবলিকান এই নেতা। আরও একবার হোয়াইট হাউসের দখল নিতে গত প্রায় দুই বছর ধরে প্রচারণা চালাচ্ছেন তিনি।
সোমবার (৪ নভেম্বর) মিশিগান রাজ্যের গ্র্যান্ড র্যাপিডস এলাকায় স্থানীয় সময় রাত ২টায় নির্বাচনী প্রচারণা শেষ করেন ট্রাম্প। ব্যস্ত প্রচারণা শেষে মঙ্গলবার সকালে ফ্লোরিডার পাম বিচে পৌঁছেছেন তিনি। এই পাম বিচের একটি ভোটকেন্দ্রে তিনি ভোট দেবেন বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় টাইম জোনের আওতাভূক্ত অঞ্চলগুলোতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। প্রথম রাজ্য হিসেবে নিউ হ্যাম্পশায়ারে ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৫টায়। নির্বাচনে প্রধান দুই প্রার্থী ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :