AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে সমুদ্রের গভীরে রয়েছে আস্ত একটা শহর, মিলেছে ৯,৫০০ বছর পুরনো মাটির পাত্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৪২ এএম, ৬ নভেম্বর, ২০২৪
ভারতে সমুদ্রের গভীরে রয়েছে আস্ত একটা শহর, মিলেছে ৯,৫০০ বছর পুরনো মাটির পাত্র

আজ থেকে প্রায় দুই দশক আগে ভারতের খাম্বাত উপসাগরের তলায় একটি শহরের সন্ধান পাওয়া যায়। কথিত আছে, ৯৫০০ বছর আগে এই শহর সমুদ্রে ডুবে যায়। বিশেষজ্ঞরা ২০০২ সালে সমুদ্রের তলা থেকে সেই শহর আবিষ্কার করেন। শহরটি পুরোপুরি কীভাবে জলে ডুবে গেল তা এখনও রহস্য হয়েই রয়ে গিয়েছে।

এই বিশাল শহরটি লুকিয়ে আছে পাঁচ মাইল লম্বা খাম্বাত উপসাগরের নিচে। অর্থাৎ একটি শহরের অবস্থান মাটির নিচে। আরও পরিষ্কার করে বলতে গেলে, গোটা একটি শহর লুকিয়ে আছে জলের নিচে। অথচ ২০০২ সালের আগে পর্যন্ত মানুষ এই শহরের অবস্থান সম্পর্কে কিছুই জানত না। জলের তলার এই শহরে মাটির পাত্র, মুক্তা ও মানুষের হাড় পাওয়া গিয়েছে।

The Submerged City of Krishna DISCOVERED - Dwarka - YouTube

কার্বন ডেটিং অনুসারে, এই হাড়গুলির মধ্যে কিছু প্রায় ৯,৫০০ বছর পুরানো ছিল। প্রত্নতাত্ত্বিকের একটি দল গোটা বিষয়টিকে নিয়ে চালাচ্ছেন। ঠিক ১৫ বছর আগে ২০০১ সালে ভারত সরকারের মেরিন আর্কিওলজি ডিপার্টমেন্ট সমুদ্রের তলদেশে নিমজ্জিত এ দুটো শহর থেকে পাথরের বিভিন্ন আসবাবপত্র তুলে নিয়ে আসে। তাঁদের মতে, এই শহরটি সিন্ধু সভ্যতার ও আগের হতে পারে।

Lost underwater ‍‍`city‍‍` discovered in Gulf of Khambhat could rewrite history  of civilisation

উপসাগরটি কোথায় রয়েছে?

খাম্বাত উপসাগর, গুজরাটের আরব সাগর উপকূলে অবস্থিত। এই উপসাগরটি মুম্বই এবং দিউ দ্বীপের ঠিক উত্তরে অবস্থিত। খাম্বাতের উপসাগরকে ক্যাম্বে উপসাগরও বলা হয়। উপসাগরটি অনেকটা ট্রাম্পেট আকৃতির।

Dwarka: The lost underwater city - Savaari Car Rentals Blog

৯ হাজার বছর আগে এই পৃথিবীতে নগর সভ্যতা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এটা ভাবা প্রায় অসম্ভব! তবে এটাই আসল সত্য। এই সভ্যতার অনুসন্ধান দিয়েছে ভারত সরকারের মেরিন আর্কিওলজি ডিপার্টমেন্ট। ভারতের গুজরাট রাজ্যের সমুদ্রে গল্ফ অফ খাম্বাট থেকে সাত মাইল দূরে সন্ধান পাওয়া দিয়েছে পাশাপাশি দু‍‍`টো শহর যার আয়তন ৫ বর্গমাইল।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!