AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জর্জিয়ায় ট্রাম্পের বাজিমাত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৪ পিএম, ৬ নভেম্বর, ২০২৪
জর্জিয়ায় ট্রাম্পের বাজিমাত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় জয় পেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অঙ্গরাজ্যটিতে ১৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। খবর সিএনএনের।

এর আগে এবারের নির্বাচনের অন্যতম দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন ট্রাম্প। অঙ্গরাজ্যটির ১৬টি ইলেক্টোরাল ভোট গিয়েছে ট্রাম্পের ঝুলিতে।

এবারের নির্বাচনের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো হলো: জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন। এরমধ্যে নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জয় পেলেন ট্রাম্প।

অন্য পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভানিয়ায় এখন পর্যন্ত ৮২ শতাংশ ভোট গণনা হয়েছে। সেখানে ৫১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে গিয়েছেন ট্রাম্প। আর কমলা হ্যারিস পেয়েছেন ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট।

উইসকনসিনে ৭০ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ আর কমলা পেয়েছেন ৪৭ দশমিক ৭ শতাংশ।

এছাড়া অ্যারিজোনায় সবশেষ ৫২ শতাংশ ভোট গণনার খবর পাওয়া গেছে। এতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট আর কমলা পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট।

মিশিগানে প্রথমের দিকে ট্রাম্প পিছিয়ে থাকলেও বর্তমানে এগিয়ে গিয়েছেন তিনি। ৪০ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ৫১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প আর কমলা পেয়েছেন ৪৭ শতাংশ।

নেভাদায় মাত্র ২ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ৭৩ শতাংশ ভোট ট্রাম্পের আর ২৬ দশমিক ২ শতাংশ কমলার।

এদিকে বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৭ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ২১০ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!