AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প-শোলজ এক সাথে কাজ করতে সম্মত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৫৯ পিএম, ১১ নভেম্বর, ২০২৪
শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প-শোলজ এক সাথে কাজ করতে সম্মত

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে ফোনে কথা বলেছেন। তারা দুজনেই জার্মান-আমেরিকান সম্পর্ক ও বর্তমান ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের বিষয়ে মতবিনিময় করেন।

বার্লিন থেকে এএফপি জানায়, চ্যান্সেলরের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রিট জানান, ট্রাম্পের দ্বিতীয়বার নির্বাচনী বিজয়ের জন্য শোলজ তাকে অভিনন্দন জানান এবং বার্লিন ইউরোপে শান্তি ফেরাতে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন।

হেবেস্ট্রিট এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, চ্যান্সেলর উভয় দেশের সরকারের মধ্যে দশকব্যাপী সফল সহযোগিতা অব্যাহত রাখতে তার সরকারের অভিপ্রায়ের কথা তুলে ধরেন।ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তির উপর জোর দেন ট্রাম্প এবং কিয়েভের জন্য ওয়াশিংটনের বহু বিলিয়ন ডলারের সমর্থন নিয়ে সংশয় প্রকাশ করার কারণে ট্রাম্পের নির্বাচনের বিজয়কে ইউক্রেন সংঘাতের পরিসমাপ্তির সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।  

তিনি তার প্রচারণাকালে এমনকি ক্ষমতায় শপথ নেওয়ার আগেই ইউক্রেন যুদ্ধ দ্রুত নিস্পত্তির জন্য বারবার তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে এ ব্যপারে তিনি তার চিন্তাভাবনার বিস্তারিত বিবরণ দেননি।

ওয়াশিংটন পোস্ট রোববার সকালে জানায়, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে কথা বলেছেন এবং তাকে ইউক্রেনে যুদ্ধ না বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। এএফপি এ ব্যপারে বক্তব্য জানতে চাইলে প্রেসিডেন্টের নির্বাচিত প্রতিনিধিরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাননি।

হোয়াইট হাউসের বিগত মেয়াদে ট্রাম্প ন্যাটো মিত্র জার্মানিকে প্রতিরক্ষা বাণিজ্য ও অন্যান্য ইস্যুতে অতিরিক্ত ব্যয়ের জন্য তিরস্কার করেন।

শোলজ ইতোমধ্যেই বুধবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং ঘনিষ্ঠ ট্রান্সআটলান্টিক সম্পর্ক অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিরোধের চেয়ে আমরা একযোগে অনেক বেশি অর্জন করতে পারি। ইউরোপের বৃহত্তম অর্থনীতির কেন্দ্র-বাম নেতা আসন্ন নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও ব্যক্ত করেছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!