AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী পদে নিয়োগ দিলেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:০৭ পিএম, ১৩ নভেম্বর, ২০২৪
পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী পদে নিয়োগ দিলেন ট্রাম্প

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে নিয়োগ দিয়েছেন। হেগসেথের সরকারি ওয়েবসাইট জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। হেগসেথ সাবেক আর্মি ন্যাশনাল গার্ড ছিলেন। তিনি আফগানিস্তান, ইরাক, এবং কিউবার গুয়ানতানামো বে’তে ও কাজ করেছেন। হেগসেথের প্রশংসা করে তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন,হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং ‘আমেরিকাই প্রথম’ নীতিতে বিশ্বাসী। পিটের নেতৃত্বে আমেরিকার সামরিক বাহিনী আরো দুর্দান্ত হবেএবং যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।

মাত্র ৪৪ বছর বয়সী হেগসেথ ন্যাশনাল গার্ডের পদাতিক কর্মকর্তা ছিলেন। তিনি বলেছিলেন তাকে সেনাবাহিনী আর চায় না। টরমপন্থী হিসেবে বিবেচনা করার পর তিনি ২০২১ সালে সেনাবাহিনীর চাকরি থেকে ইস্তফা দেন। হেগসেথ তার রচিত সর্বাধিক প্রচারিত বই ‘দ্য ওয়ার অন ওয়ারিয়র্স:বিহাইন্ড দ্য

বিট্রেয়াল অব দ্য মেন হু কিপ আস ফ্রি’-তে লিখেছেন,অনুভূতিটা পারস্পরিক ছিল-আমিও আর এই সেনাবাহিনীকে চাইনি।

চলতি বছরের জুনে ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেসব জেনারেলদের বরখাস্ত করবেন যারা জাতিগত এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি বিশ্বাসী।

পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনেসি রাজ্যে স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে বসবাস করছেন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!