AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেরুতে বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন ও জিনপিং


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৭ এএম, ১৪ নভেম্বর, ২০২৪
পেরুতে বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন ও জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবারো বৈঠকে বসতে চলেছেন। শনিবার দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই নেতা বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।

প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের অবসরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাসহ বিস্তৃত পরিসরের বৈশ্বিক নানা ইস্যুতে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। তবে বৈঠকের তারিখ নিশ্চিত করেননি তিনি।

তিনি বলেন, জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটিই হবে দুই নেতার মধ্যে তৃতীয় ব্যক্তিগত বৈঠক এবং প্রেসিডেন্ট হিসেবে তাদের চূড়ান্ত বৈঠক।

হোয়াইট হাউসের বরাতে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) অবসরে চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন।

রয়টার্স বলছে, বৈশ্বিক পরাশক্তি এই দেশের দুই নেতা সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর এবং রাশিয়া ইস্যু পর্যন্ত উত্তেজনা কমিয়ে রাখার চেষ্টা করেছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!