AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনী কর্মকর্তাকে একের পর এক থাপ্পড়


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:০২ পিএম, ১৪ নভেম্বর, ২০২৪
নির্বাচনী কর্মকর্তাকে একের পর এক থাপ্পড়

ভারতের রাজস্থানের দিউয়ালি ইউনিয়ারাতে বিধানসভার উপনির্বাচনে গতকাল বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নারেস মীনা। তবে ভোটের দিন ক্যামেরার সামনে নির্বাচনী কর্মকর্তাকে থাপ্পড়ের দায়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভি

কৌশলগত অভিযানের মাধ্যমে পুলিশের একটি বৃহৎ দল তাকে গ্রেপ্তার করে। পুলিশের ওই দলের মধ্যে সিনিয়র কর্মকর্তা এবং দাঙ্গা পুলিশও ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি সাংবাদিকদের জানান, ‘পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না। এছাড়া তিনি তার সমর্থকদের পুলিশকে ঘেরাও করার আহ্বান জানান। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।’

নিউজ এজেন্সি এএনআই এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ভেস্ট এবং হেলমেট পরে লাঠি এবং ঢাল নিয়ে একটি গ্রাম্য পথের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় তাদের সঙ্গে দাঙ্গা বিরোধী গাড়িও দেখা যায়।

পুলিশের সুপারিয়েনডেন্ট বিকাশ সাংওয়ান এএনআইকে বলেন, আমরা তাকে আত্মসমর্পণ করতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানাই।

তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি আরও ক্ষিপ্ত হন এবং সমর্থকদের দিয়ে হাইওয়ে অবরোধ করেন। 
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় মীনা বুথের দিকে এগিয়ে যাচ্ছেন। এরপর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অমিত চৌধুরীর কলার ধরে তার মাথায় একের পর এক থাপ্পড় মারতে থাকেন।

মীনার অভিযোগ অমিত চৌধুরী, বুথে অতিরিক্ত তিনটি ভোট ফেরার জন্য চক্রান্ত করেছিলেন।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!