AB Bank
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করলেন আইএইএ প্রধান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:০৬ পিএম, ১৬ নভেম্বর, ২০২৪
ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করলেন আইএইএ প্রধান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করেছেন।শুক্রবার (১৫ নভেম্বর) তেহরান সফরকালে তিনি মধ্য ইরানে অবস্থিত দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ওই স্থাপনা দুটি পরিদর্শন করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওই দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে আসছিল। সাম্প্রতিক সময়ে তেহরান বলেছিল, তারা পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কিত ‘সন্দেহ’ সমাধান করতে প্রস্তুত।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক প্রধান রাফায়েল গ্রোসি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে পৃথক বৈঠক করেন। শুক্রবার তিনি ফোরডো এবং নাতানজে অবস্থিত দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থল পরিদর্শন করেন।

গত বুধবার তেহরান সফরের একদিন আগে জাতিসংঘের পারমাণবিক প্রধান বলেছিলেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ আইএইএ পরিদর্শকদের কাছে নেই।

তিনি আশা প্রকাশ করেন, ফোর্ডো ও নাতানজে পারমাণবিক স্থলে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ এটি তাকে ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নয়নের একটি পূর্ণাঙ্গ ধারণা গঠনে সাহায্য করবে।


সূত্র: প্রেস টিভি, রয়টার্স


একুশে সংবাদ/ এস কে

Link copied!