ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। এছাড়া ওই অঞ্চলের একটি প্রশাসনিক ভবনকে পাশে থাকা বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রশাসনিক ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সুমির কাউন্সিলর এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, রোববার ৯ তলা ভবনকে লক্ষ্য করে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৮ জন শিশুসহ ৫৫ জন আহত হয়েছে।
সুমির সামরিক প্রশাসনের প্রধান ভলোদিমির আর্তিউখ বলেন, রোববার সন্ধ্যায় রাশিয়ার হামলায় সুমি শহর নরকে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, রাশিয়ার চালানো ক্ষেপণান্ত্র একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। এতে ওই এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সেবা টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, উদ্ধারকর্মীসহ সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এছাড়া ওই এলাকা থেকে ৪০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।
ইউক্রেনের স্টেট এমাজেন্সি সার্ভিস কর্তৃক টেলিগ্রামে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটির আগুন নেভানোর কাজ করছে এবং উদ্ধারকর্মীরা ভবনে আটকা পড়াদের উদ্ধাদের চেষ্টা চালাচ্ছে। আরেকটি ছবিতে দেখা গেছে, বহুতল ভবনটির দরজা জানালা উড়ে গেছে এবং এর অগ্রভাগ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :