সৌদি আরব নতুন নির্দেশনা দিয়েছে কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পানের জন্য। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র এই পানি পান করার সময় মুসল্লিদের মধ্যে শান্তি ও ধৈর্য বজায় রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে।
মন্ত্রণালয় জানায়, জমজমের পানি পান করার সময় মুসল্লিদের অবশ্যই আল্লাহর নাম স্মরণ করতে হবে, ডান হাতে পানি পান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এছাড়া পানি পান করার সময় খেয়াল রাখতে হবে যেন পানি ছড়িয়ে না পড়ে এবং ট্যাপ ছেড়ে অযু না করা হয়।
মন্ত্রণালয় আরো বলেছে, পানি পানের পর ব্যবহৃত কাপগুলো নির্দিষ্ট স্থানে রাখার জন্য মুসল্লিদের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ঠেলাঠেলি থেকে বিরত থাকতে, ভিড় এড়িয়ে চলতে এবং ভদ্রতা বজায় রাখারও আহ্বান জানানো হয়েছে।
সূত্র: গালফ নিউজ
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :