AB Bank
ঢাকা বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি প্রেসিডেন্টকে আকাশপথ ব্যবহার করতে দিলো না তুরস্ক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১৬ পিএম, ২০ নভেম্বর, ২০২৪
ইসরায়েলি প্রেসিডেন্টকে আকাশপথ ব্যবহার করতে দিলো না তুরস্ক

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত কপ ২৯ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের। সেজন্য তার উড়োজাহাজ তুরস্কের আকাশসীমা ব্যবহার করে ভ্রমণের অনুমতি চেয়েছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি তুরস্ক। যার ফলে ইসরায়েলি প্রেসিডেন্ট তার যাত্রা বাতিল করেন। এই পরিস্থিতি আঙ্কারা ও তেলআবিবের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরো তীব্র করেছে।

দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, হেরজগের উড়োজাহাজ যাওয়ার জন্য তুরস্কের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিলো ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে তুরস্ক সরকার তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। 

এদিকে, হেরজগের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে কপ ২৯-এ যোগদানের পরিকল্পনা বাতিল করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলি পাল্টা হামলায় গাজা উপত্যকায় ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।

গাজা উপত্যকায় মানুষের ওপর এই অমানবিক পরিস্থিতি নিয়ে তুরস্ক ব্যাপক সমালোচনা করে আসছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য উদ্যোগী হয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছেন।

এ ছাড়া, গাজার পরিস্থিতির কারণে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করার জন্য কাজ করছে। তুরস্কের এই পদক্ষেপ ইসরায়েলি সরকারকে তীব্র প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। এরই মধ্যে, তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে চাওয়া ইসরায়েলি প্রেসিডেন্টের আবেদন প্রত্যাখ্যানে দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!