AB Bank
ঢাকা বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার কিয়েভে দূতাবাস বন্ধ করলো ইতালি-স্পেন-গ্রিস


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪১ পিএম, ২০ নভেম্বর, ২০২৪
এবার কিয়েভে দূতাবাস বন্ধ করলো ইতালি-স্পেন-গ্রিস

রাশিয়ার বড় ধরণের হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের পর এবার ইতালি, গ্রিস এবং স্পেনও নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে।সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শহরটিতে সম্ভাব্য বিমান হামলার তথ্যের ভিত্তিতে এর আগে যুক্তরাষ্ট্র কিয়েভে নিযুক্ত তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর বিভিন্ন দেশ একই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে।

সম্ভাব্য হামলার আশঙ্কায় বুধবার (২০ নভেম্বর) সাময়িক সময়ের জন্য দূতাবাস বন্ধের ঘোষণা দেয় স্পেন। স্পেনের ইএফই নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সেখানে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয়ার পরই স্পেনও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে গ্রিসও এক ঘোষণায় জানিয়েছে, তারা দূতাবাস বন্ধ রাখবে।

বুধবার এক ঘোষণায় কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন।

ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর ওই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ ঘটনার পরই হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট কনস্যুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে চলতে কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমান হামলার সাইরেন বাজার পর তাৎক্ষণিক ভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের খাবার, পানি এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করে রাখারও আহ্বান জানানো হয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!