রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন হারবে যদি ওয়াশিংটন তহবিল বন্ধ করে দেয়। এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের ‘প্রধান সামরিক সমর্থনদাতা’ হিসেবে উল্লেখ করে এই মন্তব্য করেন জেলেনস্কি। খবর বিবিসির।
সাক্ষাৎকারে ইউক্রেনের নেতা আরও বলেন, ইউরোপে আমাদের ঐক্য নষ্ট হলে তা খুব বিপজ্জনক হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য ধরে রাখা।
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে মার্কিন সম্পৃক্ততা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছেন এবং পরিবর্তে ট্যাক্সের অর্থ আমেরিকানদের জীবনযাত্রার উন্নতির জন্য ব্যবহার করবেন বলে জানান। তিনি আরও বলেছিলেন, ‘নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন।’
জেলেনস্কি ফক্স নিউজকে বলেন, ‘যদি তারা তহবিল বন্ধ করে দেয়, আমার মনে হয় আমরা হারব। হয়ত আমরা টিকে থাকব, লড়াই করব, আমাদের সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করব; কিন্তু এটি জয়ের জন্য যথেষ্ট নয়।’
ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে পুতিনকে প্রভাবিত করতে সক্ষম হবেন কিনা জানতে চাইলে জেলেনস্কি বলেন, এটি সহজ হবে না। তবে হ্যাঁ, তিনি এটি সম্ভব করতেও পারেন; কারণ তিনি পুতিনের চেয়েও শক্তিশালী।
‘পুতিন মার্কিন মার্কিন প্রেসিডেন্টের চেয়ে দুর্বল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শক্তি, কর্তৃত্ব এবং অস্ত্র রয়েছে। তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন’, বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
মঙ্গলবার, ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বাইডেন তা ব্যবহারের অনুমতি দেয়ার একদিন পর ওই ক্ষেপণাস্ত্র ছোড়ে কিয়েভ।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অ্যান্টিপারসোনেল ল্যান্ডমাইন দিতেও রাজি হয়েছেন বলে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন।
তারপরও জেলেনস্কি বলেছেন যে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এর তথ্য অনুসারে, রাশিয়া সামরিক ফ্রন্টলাইনে ইউক্রেনের চেয়ে এগিয়ে আছে।
আইএসডব্লিউ’র বিশ্লেষণে দেখা গেছে যে, রাশিয়ান বাহিনী ২০২৪ সালে আগের বছরের তুলনায় ছয়গুণ বেশি অঞ্চল দখল করেছে।
সোশ্যাল মিডিয়ার ফুটেজ এবং প্রতিবেদনের তথ্যমতে, আইএসডব্লিউ বলেছে, মস্কোর বাহিনী চলতি বছর এ পর্যন্ত প্রায় ২,৭০০ বর্গকিলোমিটার ইউক্রেনের ভূখণ্ড দখল করেছে। যেখানে গোটা ২০২৩ সালে মাত্র ৪৬৫ বর্গকিলোমিটার ভূখণ্ড ছিল তাদের দখলে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :