AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়ার বিরুদ্ধে বিমান হামলার ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ইউক্রেনের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১৫ পিএম, ২১ নভেম্বর, ২০২৪
রাশিয়ার বিরুদ্ধে বিমান হামলার ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে রাজধানী কিয়েভসহ অন্যান্য নগরীতে বড় ধরনের বিমান হামলা চালানোর ভুয়া বার্তা ছড়ানোর অভিযোগ করেছে ইউক্রেন।ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা টেলিগ্রামে এক পোস্টে বলেছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপক তথ্যগত এবং মনঃস্তাত্বিক হামলা চালাচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয়ের আওতাধীন এই গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘ম্যাসেঞ্জার এবং স্যোশাল নেটওয়ার্কের মাধ্যমে...ইউক্রেনের বিভিন্ন নগরীতে বুধবার বিশেষ করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার হুমকি সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে।

‘এই বার্তা ভুয়া। আমরা আপনাদেরকে কেবল সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যে আস্থা রাখার আহ্বান জানাচ্ছি।’রাশিয়া সমাজে ভয়ভীতি ছড়ানো এবং মনস্তাত্বিক চাপ সৃষ্টি করার জন্য এই পদক্ষেপের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

মানুষজনকে আতঙ্কগ্রস্ত না হতেও সংস্থাটি আহ্বান জানিয়েছে। তবে বিমান হামলার সতর্ক সংকেতের ব্যাপারে মানুষজনের সজাগ থাকার ওপরও তারা জোর দিয়েছে।

রাশিয়ার ‘গুরুতর বিমান হামলার সম্ভাবনা থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার’ কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে বুধবার। এরপরই ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়ার এই ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করল।

বুধবার দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র ইউক্রেনে তার নাগরিকদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।

ইতালি এবং গ্রিক দূতাবাসও যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা আসার পর কিয়েভে তাদের নিজ নিজ দূতাবাস বন্ধ করেছে।


সূত্র: সিবিসি নিউজ

একুশে সংবাদ/ এস কে

Link copied!