লেবানন নারী ফুটবল দলে কয়েকদিন আগেই ডাক পেয়েছিলেন সেলিন হায়দার। আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে তার মাঠে নামার স্বপ্ন এখন সুদূর পরাহত। ইসরায়েলের বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে তিনি লড়ছেন। বৈরুতের দক্ষিণ শহরতলীতে নিজের বাসার কাছেই ইসরায়েলি বোমার আঘাতে গুরুতর আহত হন সেলিন। তার মাথার খুলিতে ফাটল এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
বর্তমানে তিনি বৈরুতের সেন্ট জর্জ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তার অবস্থা এখনো সংকটাপন্ন। তার জন্য বিশ্বজুড়ে প্রার্থনা করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। ইসরায়েলের হামলার আগাম হুমকির কারণে সেলিনের পরিবার শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল। কিন্তু অনুশীলনের সুবিধার জন্য সেলিন বৈরুতেই থেকে যান।
সেলিনের কোচ সামার বারবারি বলেন, সে আমাদের দলের এক অন্যতম প্রতিভা। আমি বিশ্বাস করি, সেলিন এই লড়াইয়ে জয়ী হবে। আমরা সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করছি।
সেলিনের মা সানা হায়দার মেয়ের ফিরে আশা নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, তুমি একজন হিরো, মা। আমি জানি তুমি লড়াই করে ফিরে আসবে। তোমার জন্য আমি অপেক্ষা করছি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :