AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ নাগরিককে আটক করলো রুশ বাহিনী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:০০ পিএম, ২৫ নভেম্বর, ২০২৪
ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ নাগরিককে আটক করলো রুশ বাহিনী

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এক ব্রিটিশ ভাড়াটে যোদ্ধাকে আটক করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রুশ সেনাদের উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ’কে এ তথ্য জানিয়েছে এক নিরাপত্তা-সূত্র।

আরআইএ’র প্রকাশিত এক প্রতিবেদনে রুশ নিরাপত্তা সূত্র আরো জানিয়েছে, ‘জবানবন্দিতে ওই ব্রিটিশ ভাড়াটে যোদ্ধা নিজের নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে জানিয়েছেন।’

রোববার রাশিয়াপন্থি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাক পরা এবং পেছনে হাত বাঁধা এক তরুণ হাঁটু গেড়ে বসে আছেন। দাড়িওয়ালা ওই ব্যক্তি ইংরেজিতে বলেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন। তিনি আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন।

ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তা পরিষ্কার নয়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনও সাড়া পাওয়া যায়নি।

ব্রিটিশ পররাষ্ট্র দফতর এ বিষয়ে বলেছে, ওই নাগরিক গ্রেফতার হওয়ার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা।

ইউক্রেনের সেনাবাহিনী গত আগস্টে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আচমকা হামলা চালায়। অঞ্চলটির একটি অংশ এখনো ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে। কিয়েভ বলেছে, তারা এরই মধ্যে ওই অঞ্চলে দখল করা ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করেছেন।


সূত্র: রয়টার্স

একুশে সংবাদ/ এস কে

Link copied!