যুক্তরাজ্যের সরকার ধূমপানের বিরুদ্ধে ব্যাপক কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে। ধূমপান ও ই-সিগারেট ব্যবহার নিরুৎসাহিত করতে এবং শিশু-কিশোরদের মধ্যে এর প্রতি আকর্ষণ কমানোর লক্ষ্যে প্রস্তাবিত বিল ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন ও ভোটাভুটি হয়।
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) এই ইস্যুতে একটি বিলের উপর ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে দীর্ঘ বিতর্কের পর ‘টোব্যাকো এন্ড ভেপস’ বিলের পক্ষে ভোট দেন ৪১৫ জন আইনপ্রণেতা। ৪৭ জন অবস্থান নেন বিপক্ষে।
বিল অনুযায়ী, ই-সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ করা, ভেন্ডিং মেশিন থেকে এর বিক্রি বন্ধ করা এবং শিশু ও কিশোরদের আকৃষ্ট করে এমন বাবল গাম বা কটন ক্যান্ডি ফ্লেভারের মতো ই-সিগারেটের প্যাকেজিং সীমিত করার পরিকল্পনা রয়েছে।
একইসঙ্গে বিলটিতে বলা হয়েছে, ব্রিটেনে ১৫ বছরের কম বয়সী কেউ সিগারেট বা ভেপ কিনতে পারবে না। ভেন্ডিং মেশিন থেকে ভেপ বিক্রি এবং ভেপের বিজ্ঞাপন নিষিদ্ধের কথাও বলে হয়েছে।
প্রস্তাবিত নতুন আইনটি ধূমপান নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে শিশুদের খেলার মাঠ এবং স্কুল ও হাসপাতালের বাইরের স্থানগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও করছে।
এছাড়াও প্যাকেজিংয়েও আনতে হবে উল্লেখযোগ্য পরিবর্তন। বেশিরভাগ আইনপ্রণেতার সমর্থন পাওয়ায় পরবর্তী ধাপে উঠবে বিলটি। বিগত কনজারভেটিভ সরকারও উদ্যোগ নিয়েছিল ধুমপানমুক্ত প্রজন্ম তৈরির। তবে সরকার পরিবর্তন প্রক্রিয়ায় আর আইনে রূপ পায়নি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :