AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুতিন!


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫৮ এএম, ২৯ নভেম্বর, ২০২৪
ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুতিন!

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রুশ প্রেসিডেন্ট মনে করেন, হত্যাচেষ্টার পর এখনও ট্রাম্প নিরাপদ নন।

গতকাল বৃহস্পতিবার কাজাখস্তানে একটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গত জুলাইতে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে ট্রাম্প আহত হন। পরে সেপ্টেম্বরে ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের গলফ কোর্স থেকে বন্দুকধারী আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্পূর্ণ অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। আমার মতে, তিনি এখনও নিরাপদ নন। দুর্ভাগ্যবশত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি তিনি (ট্রাম্প) বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন।’

রুশ প্রেসিডেন্ট জানান, মার্কিন নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক বিরোধীদের দ্বারা ট্রাম্পের পরিবার ও সন্তানরা যেভাবে সমালোচিত হয়েছেন তাতে তিনি আরও বেশি হতবাক হয়েছেন। পুতিন বলেন, ‘রাশিয়ায় ডাকাতরাও এমন আচরণ করে না।’

রাশিয়ায় পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার বিষয়ে সাংবাদিকদের রুশ প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধের তীব্রতা বাড়িয়ে জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কে আরও কঠিন করে তোলার চক্রান্ত করছে।’  

পুতিনের মতে, ট্রাম্প এই যুদ্ধ বন্ধের সমাধান খুঁজে পাবেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘মস্কো সংলাপের জন্য প্রস্তুত।’

 

একুশে সংবাদ/এনএস

Link copied!