AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৪৫ পিএম, ৩০ নভেম্বর, ২০২৪
সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’

ভারতের তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে সন্ধ্যার মধ্যেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’। ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

আইএমডি জানিয়েরছ, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে শুক্রবারই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত ৬ ঘণ্টায় তা ক্রমে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সন্ধ্যার মধ্যে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার সন্ধ্যায় তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার পর্যন্ত। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্কুল, কলেজ, অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং পুদুচেরী থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরবে। শনিবার সন্ধ্যার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে।

ফিনজালের প্রভাবে গত ২৮ নভেম্বর থেকে তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। তামিলনাড়ু সরকার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছুটি ঘোষণা করেছে এবং আইটি সংস্থাগুলিকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আঘাত না হানলেও বাংলাদেশে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশের চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Shwapno
Link copied!