ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্রগোষ্ঠী হুথিকে ‘সন্ত্রাসী’ সংগঠ’ হিসেবে ঘোষণা করেছে কানাডা।মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
এর আগে সোমবার হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়েছে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন দেশটির সরকার।এ বিষয়ে আন্তঃসরকারি বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যাংক বলেন, “তারা কানাডার সন্ত্রাসী গোষ্ঠীর সংজ্ঞা পূরণ করেছে।”
এক বিবৃতিতে লেব্ল্যাংক বলেছে, তালিকাভুক্ত সন্ত্রাসী সত্তা হিসেবে আনসারুল্লাহর এ সংযোজন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং কানাডাকে আমাদের মিত্রদের সঙ্গে সারিবদ্ধ করার প্রচেষ্টায় অবদান রাখবে।
তিনি বলেন, হিংসাত্মক চরমপন্থা ও সন্ত্রাসবাদের কর্মকাণ্ডের বিশ্বে কোনো স্থান নেই এবং আমরা আন্তর্জাতিকভাবে এই কার্যক্রমের বিস্তার রোধ করতে চাই। কানাডা ও তার নাগরিক এবং বিশ্বজুড়ে আমাদের স্বার্থের প্রতি হুমকি মোকাবেলা করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করতে থাকব।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে আনসারুল্লাহ তথা হুথিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ইরান-সমর্থিত গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ নামে পরিচিত, ২০০০ সালের গোড়ার দিকে ইয়েমেনে এটি গড়ে উঠে। হুথি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ট মিত্র।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :