দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল হঠাৎ করে সামরিক আইন জারি করেন, তবে কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে। বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এদিন গভীর রাতে প্রেসিডেন্ট ইউন পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, পার্লামেন্টে ভোটের পর তিনি পার্লামেন্টের অবস্থান মেনে নেবেন এবং মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে এ আইন তুলে নেয়া হবে।
এ ঘটনায় পার্লামেন্টে উত্তেজনা সৃষ্টি হয় এবং সিউলের জাতীয় পরিষদ ভবন ঘিরে বিক্ষোভকারীরা অবস্থান নেন। তারা প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে স্লোগান দেন এবং রাতভর বাইরে অবস্থান করেন।
এর আগে, প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জরুরি ভিত্তিতে সামরিক আইন ঘোষণা করেছিলেন, যার পেছনে উত্তর কোরিয়ার হুমকি ও বিরোধী দলের কর্মকাণ্ডের প্রতিবাদ ছিল। তার দাবি ছিল, বিরোধী দল সরকারকে অচল করে দিয়েছে এবং দেশের সুরক্ষা ঝুঁকিতে পড়েছে।
পরবর্তীতে স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টায় প্রেসিডেন্ট ইউন এক টেলিভিশন ভাষণে বলেন, জাতীয় পরিষদের অনুরোধ মেনে সামরিক আইন তুলে নেয়া হয়েছে। মন্ত্রিসভা এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :