AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিওসেটে তরুণ মার্কিন-ইসরায়েলি সেনার স্মরণ সভা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:১৮ পিএম, ৪ ডিসেম্বর, ২০২৪
সিওসেটে তরুণ মার্কিন-ইসরায়েলি সেনার স্মরণ সভা

সিওসেটে ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত এক তরুণ মার্কিন-ইসরায়েলি সৈন্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে শত শত মানুষ। সোমবার তার মৃত্যু নিশ্চিত করা হয়।মার্কিন যুক্তরাষ্ট্রের সিওসেট থেকে এএফপি জানায়, নিউইয়র্কের পূর্বে লং আইল্যান্ডের সিওসেটের এক ইহুদি সম্প্রদায় কেন্দ্রে মঙ্গলবার ওমর নিউট্রা স্মরণে শোকার্ত তার পরিবারের সদস্যরা ও শত শত মানুষ মিলিত হয়।

নিউইয়র্কে জন্মগ্রহণ করেন ওমর নিউট্রা। পরবর্তীতে ইসরাইলে গিয়ে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২১ বছর বয়সে তার মৃত্যু হয়।ইসরায়েলি সেনাবাহিনী সোমবার ঘোষণা করেছে, ইসরাইলে হামাসের হামলায় ওমর নিউট্রার মৃত্যু হয়েছে এবং তার মরদেহ তখন থেকে গাজায় রাখা হয়েছে এবং এখনও সেখানেই রয়েছে। তবে সোমবার পর্যন্ত, নিউট্রার পরিবার ভেবেছিল তাকে অপহরণ করা হয়েছে এবং সীমান্তের ওপারে অন্যান্য সৈন্যদের সাথে তাকে গাজায় নিয়ে যাওয়া হয়েছে।

গভর্নর ক্যাথি হোচুলের উপস্থিতিতে এক স্মৃতিচারণ অনুষ্ঠানে তার বাবা রনেন নিউট্রা তার স্ত্রী ওর্না নিউট্রা ও  অন্য ছেলে ড্যানিয়েলের সাথে স্মৃতিচারণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেন, তিনি তরুণ সৈনিকের মৃত্যুতে ‘বিধ্বস্ত ও ক্ষুব্ধ’। তার পরিবার ও কর্তৃপক্ষ তাকে জিম্মি বলে ধরে নিলেও বাস্তবিক তার মৃত্যু হয়েছে।

গত বছরের ১১ অক্টোবর, নিউইয়র্ক ইসরাইল ও ফিলিস্তিনির পক্ষে দ্বৈত বিক্ষোভ দেখে। এ সময় ওর্না নিউট্রা এক সমাবেশে বলেন, তার ছেলে বেঁচে আছে, তিনি শিগগির তার সাথে পুনরায় মিলিত হবেন।

একই বছর নভেম্বরে, গাজায় মার্কিন জিম্মিদের পরিবারের সাথে দেখা করেন বাইডেন। এ সময় সৈনিকের বাবা-মা এএফপিকে বলেন, তারা বাইডেনের সাহায্যের উপর নির্ভর করছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!