ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মন্ত্রী থিরু পোনমুডির ওপর কাদা ছুড়ে ক্ষোভ জানিয়েছে স্থানীয় জনগণ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) একটি বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এ সময় তাকে মুঠোভর্তি কাদা ছোড়া হয়।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে। পোস্টে জানানো হয়, এই ঘটনা জনসাধারণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ।
পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এটি তামিলনাড়ুর বর্তমান অবস্থা। একটু একটু বৃষ্টি হচ্ছিল, মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী চেন্নাইয়ের রাস্তায় ফটো তুলতে ব্যস্ত।
এতে আরো বলা হয়েছে, জনসাধারণের হতাশা চরম পর্যায়ে পৌঁছেছে। কারণ একজন দুর্নীতিগ্রস্ত ডিএমকে মন্ত্রী থিরু পোনমুডি বন্যা-আক্রান্ত এলাকা পরিদর্শন করতে এসেছেন। মানুষ আর সহ্য করতে না পেরে তাকে কাদা ছুড়েছে। এটি ডিএমকের জন্য একটি মৃদু বার্তা যে, তাদের সময় শেষ হয়ে আসছে।
এ বিষয়ে ক্ষমতাসীন ডিএমকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।কয়েকদিন আগে তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং রাজ্যের ১৫টিরও বেশি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে কথা বলেছেন। ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন তিনি।
সূত্র: এনডিটিভি
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :